1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিবিরের সাবেক সদস্য ও সাথীদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বগুড়া ধুনটে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় ২০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ ইসমাইল গ্রেপ্তার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়া ধুনট সরুগ্রামের ইজতেমা জয়পুরহাটে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে আত-তাওহীদ একাডেমির শুভ উদ্বোধন , দোহারে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার অভিযোগে ৭ জনের কারাদন্ড গৌরীপুরে যুবদলের উদ্যোগে গুম খুন বিচারের দাবীতে জনসভা অনুষ্ঠিত ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা’র সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা: আধুনিক ও জনকল্যাণমুখী পৌরসভা গঠনে বদ্ধপরিকর

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

ইসমাইল আশরাফ,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট পৌরসভা একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনকল্যাণমুখী স্মার্ট পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে ১৩ জুলাই ২০২৪ তারিখে পৌর হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। পৌরসভার মেয়র জনাব মোঃ রেজাউল করিম স্বপন ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকার বাজেট প্রস্তাব করেন।প্রস্তাবিত বাজেটে মোট আয় হিসেবে রাজস্ব আয় ১৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৭০৮ টাকা, পানি শাখা থেকে ৬৩ লাখ ৩০ হাজার ৩৫৬ টাকা এবং উন্নয়ন বাস্তবায়ন খাতে ৩৪ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৪৪৭ টাকা ধরা হয়েছে। ব্যয় হিসেবে ৪৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রেখে প্রস্তাবিত উদ্বৃত্ত ১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৫১১ টাকা ধরা হয়েছে।মেয়র রেজাউল করিম স্বপন জানান, এবারের বাজেটটি জনগণের ওপর কোনও কর বৃদ্ধি না করেই প্রণয়ন করা হয়েছে। উক্ত বাজেট বাস্তবায়িত হলে লালমনিরহাট পৌরসভাকে পরিচ্ছন্ন, স্মার্ট ও উন্নত অবকাঠামো সমৃদ্ধ একটি পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব হবে। তিনি আরও জানান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, মশক নিধন, বেওয়ারিশ লাশ দাফন, বৃক্ষরোপণ, ক্লাব ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। শহরের প্রধান প্রধান রাস্তা ও গলির রাস্তা, ড্রেন মেরামত ও সংস্কারের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।এ ছাড়া, আধুনিক বহুতল বিশিষ্ট পৌর ভবন নির্মাণে প্রায় ৫ কোটি টাকার প্রকল্পও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত অর্থ বছরে লালমনিরহাট পৌরসভার উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে আধুনিক বহুতল পৌর ভবন নির্মাণের দরপত্র আহ্বান, যানজট নিরসনে ঢাকা স্ট্যান্ডকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে স্থানান্তর, রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়ন, এবং বিভিন্ন অবকাঠামো মেরামতের জন্য ৩৫ কোটি টাকার দরপত্র চূড়ান্তকরণ।পৌরসভা কার্যালয়ে হেল্প ডেস্ক চালুকরণ, পানি নিষ্কাশনের মাস্টার ড্রেনসমূহ পরিষ্কারকরণ, গৃহস্থালী বর্জ্য সংগ্রহের ব্যবস্থা, আধুনিক কসাইখানা ও স্টাফ কোয়ার্টার নির্মাণ, এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও প্রণীত হয়েছে।এ ছাড়া, বাসা, বাড়ি ও দোকানসমূহে বিনামূল্যে ৩,৫০০ কমলা ও সবুজ রঙের ডাস্টবিন বিতরণ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৪৩০টি প্লাস্টিকের বড় ডাস্টবিন স্থাপন, স্যানিটারী ল্যান্ডফিল, বাসা/ব্যবসা-প্রতিষ্ঠান হতে মানব বর্জ্য সংগ্রহ, এবং কবরস্থান-শ্মশানের উন্নয়নের জন্যও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।পৌর এলাকায় রাস্তাঘাট, ড্রেন, আধুনিক গণশৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, উন্নতমানের অ্যাম্বুলেন্স সেবা, বিনামূল্যে লাশবাহী গাড়ির ব্যবস্থা, এবং ফুল গাছ লাগানোর মতো সৌন্দর্য বর্ধন কার্যক্রমও চলমান রাখা হয়েছে।

মেয়র রেজাউল করিম স্বপন জানান, এই বাজেটের মাধ্যমে পৌর এলাকার প্রবেশদ্বার, রাস্তা সমূহ এবং গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্য বর্ধন, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, দরিদ্র জনগণ ও অসুস্থ রোগীর আর্থিক সহায়তা, স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, এবং পুরাতন সকল গাড়ি মেরামত ও জনগণের সেবায় ব্যবহার করা হবে।লালমনিরহাট পৌরসভা চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণমুখী এবং উন্নত একটি পৌরসভা গঠনের পথে এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র রেজাউল করিম স্বপন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓