শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
মহাসড়কে চলাচলরত যানবাহন গুলোতে মাদক পাচার রোধে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম গাড়ী চেকিংকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ ওমর ফারক (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুক বগুড়া জেলার সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আজাদ হোসেন এর ছেলে। থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার কামাল হোসেন এর দিক-নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এসআই দেওয়ান মোঃ রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স পলাশবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর-টু-ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে ১৩ জুলাই শনিবার সাড়ে ৬টার দিকে রংপুর-টু-রাজশাহীগামী “DIP ENTERPRISE” যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-০৯০৩) থামিয়ে চেকিং করাকালে উক্ত বাসের যাত্রী ওমর ফারুক এর নিকট হতে ৩০ (ত্রিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, উক্ত মাদক ব্যবসায়ী ওমর ফারুকের বিরুদ্ধে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের নিয়মিত গ্রেফতারী অভিযান অব্যহত আছে।#
Leave a Reply