রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ঢাকায় মিরনজিল্লা হরিজন সম্প্রদায় সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে কুড়িগ্রামে ১৩ জুলাই’২০২৪ইং শনিবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার ডাকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অলক সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নারু গোপাল রায়, নিমাই চন্দ্র রায়, রতন রায়, সুজন রায়, জয়ন্ত কুমার রায় সহ বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।
Leave a Reply