মুজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে পণধান অতিথি এ কথা বলেন,শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা বাসস্টেন্ড প্রাঙ্গণে শফিউল কাদের নান্নুর সভাপতিত্বে ও ইব্রাহিম খন্দকারের সঞ্চালনায় এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ এর সংসদ বীর মুক্তিযোদ্ধা আকতার উজ্জামান এমপি।তিনি কালীগঞ্জে সাধারণ মানুষের চিকিৎসা, যোগাযোগ, ট্রেন, বাসষ্টান্ড ও বিদ্যুৎ এর উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রায় ৪০ কোটি টাকা ব্যায় করে প্রত্যন্ত জনশূণ্য এলাকায় তার বাড়ির পাশে প্রীতিলতা মহিলা হোস্টেল, জয়িতা মহিলা মার্কেট ও কেন্দ্রীয় মসজিদটি স্থাপন করে সরকারের টাকা অপচয় করেছে। যা জনগনের কোন উপকারে লাগবে না।অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন আশরাফী মেহেদী হাসান,এ বি এম তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম তোরন,আতিকুর রহমান ফারুকসহ অনেকে।
Leave a Reply