1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

উলিপুরে বন‌্যার্ত‌দের মাঝে হাবিবা কাশেম ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে হাবিবা কাশেম ফাউন্ডেশনের উদ্যো‌গে নদী ভাঙন ও  ব‌ন‌্যা কবলিত মান‌ু‌ষের মা‌ঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত উপ‌জেলার সীমান্তবর্তী ইউনিয়‌ন সাহেবের আলগা আলগা চর ঘুঘু মারীতে শতা‌ধিক প‌রিবা‌রের মা‌ঝে শুক‌নো খাবার ও ওষুধ বিতরণ করেন হাবিবা কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, অধ্যক্ষ মো. ছাইফুর রহমান।খাদ‌্য সামগ্রীর ম‌ধ্যে ছিল, চিড়া, মু‌ড়ি, গুড়, বিস্কুট, চকলেট, পাা‌নি বিশুদ্ধকরণ ট‌্যাব‌লেট, প‌্যারা‌সিটামল, মেট্ট‌োনিডাজোল, টি‌সি, ক‌ট্রিম ও খাওয়ার স‌্যালাইন।এ সময় উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম, ফাউন্ডেশনের কার্য নির্বাহী সদস্য মাঈদুল ইসলাম আকন্দ, হুমায়ুন কবীর, আনোয়ারুল ইসলাম, শাজাহান আলী, ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সা‌হের আলগা ইউনিয়‌নের সাত নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য আবু সায়েম ব‌লেন, প্রায় ১৫ দিন ধ‌রে এ এলাকার মানুষ পা‌নিব‌ন্দি। পা‌নিব‌ন্দি এসব মানুষের সীমাহীন দু‌র্ভোগ। বর্তমা‌নে পা‌নি কিছুট‌া কম‌লেও মানু‌ষের দু‌র্ভোগ ক‌মে‌নি। হাবিবা কাশেম ফাউন্ডেশনের শুক‌নো খাবার ও ওষুধ পে‌য়ে এসব মানুষ উপকৃত হ‌য়ে‌ছে।

হাবিবা কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যক্ষ মো. ছাইফুর রহমান বলেন, “মানব সেবাই পরম ধর্ম” আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় অসহায় মানু‌ষের পা‌শে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবা‌হিকতায় আজ‌কেরএইপ্রোগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓