ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাপের কামড়ে সুভদ্রা রাণী (৯ ) নামের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে।রবিবার (৭ জুলাই) গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্কুল পড়ুয়া সুভদ্রা রাণী চৌটাকী গ্ৰামের শী আকুলু চন্দ্রের মেয়ে ও ১৮ নং চৌটাকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় সুভদ্রা রাণীকে বিষধর একটি সাপ কামড় দেয়।
আরও এক স্থানীয় শী বিনয় কুমার সিংহ বলেন আমরা শুনেছি সাপে কামড় দিয়েছে, আর এক স্থানীয় শী পুতুল রাণী বলেন আমরা শুনেছি সাপে কামড় দিচ্ছে কি সাপ কামড় দিচ্ছে তা জানি না। কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন মিলে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে ভোর ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply