জীবন আহমেদ,স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান এবং কবি, ঔপন্যাসিক, গীতিকার প্রফেসর মো. আমির হোসেন এর ৬২ তম জন্মোৎসব সম্প্রতি অত্যন্ত অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ও আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের যৌথ উদোগে স্মরণীয় এ আয়োজনটি ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকবাল হোসেন রোমেছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক পিয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু,কবি ও শিশু সাহিত্যিক নজরুল ইসলাম শান্তু,কবি ও গল্পকার নূরজাহান নীরা। আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি,সংগঠক,সম্পাদক আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের সভাপতি কাজী নজিম উদ্দিন সুমন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ডা: বশির আহমেদ তুষার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি নীরব রায়হানের প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজনে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, সাবেক সভাপতি কবি ,সাংবাদিক রঞ্জিত মোদক, ফতুল্লা সাংগঠনিক সম্পাদক কবি কবি সাংবাদিক আনোয়ার হোসেন সজিব, ফতুল্লা সমবায় মার্কেটের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জুয়েল চৌধুরীসহ ফতুল্লার বিশিষ্ট সমাজসেবক অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আল মামুন। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন কবি ও ডাক্তার মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কবি ও নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সহ সিনিয়র সভাপতি এম আর সেলিম । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি সংগঠক সাকিব মিয়াজি, সুরকার কণ্ঠশিল্পী মাহীন সারওয়ার, কবি ও কণ্ঠশিল্পী শুকুর মাহমুদ জুয়েল, কবি জয়নাল আবেদীন জয়, কবি লুবনা আক্তার সুমি, কবি নূর ইসলাম বাদল, কবি আবুল কাশেম,নাট্যঅভিনেতা বশির খাঁন, কন্ঠশিল্পী আক্তারুজ্জামান (প্রধান) আব্দুর রহিম ভূঁইয়া, শিক্ষিকা সৈয়দা খায়রুন্নাহার, মো: জীবন আহমেদ, কবি ও ছড়াকার মো: জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
Leave a Reply