এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বানভাসি মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প করা হয়েছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে অচিরেই তাদের পুনর্বাসন করা হবে। জননেত্রী শেখ হাসিনা যেভাবে অন্যান্য দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করেছেন, ঠিক একইভাবে প্রাকৃতিক দুর্যোগ বন্যাও মোকাবিলা করবেন। তিনি আরোও বলেন, সরকার সব সময় বানভাসি মানুষের পাশে আছে। চলমান বন্যা যে কয়দিন থাকবে, শুকনো খাবার সহ ত্রান বিতরণ কার্যক্রম চলমান থাকবে।সোমবার ( ৮ই জুলাই) দুপুরে বন্যাকবলিত এলাকা বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের, শহড়াবাড়ি,শিমুলবাড়ি, বানিয়াজান, কৈয়াগাড়ি ও নীল সারিয়াকান্দি গ্রামের বানভাসি মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।এ সময় ওই ৫ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পাঁচশ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এই খাদ্য সহায়তা দেওয়া হয়।খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১,কেজি ডাল, ১, কেজি লবণ, ১, কেজি চিনি, ২, কেজি চিড়া ও ১, কেজি সয়াবিন তেল। একই সঙ্গে বানভাসি এলাকাসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও স্পার পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি,আই,এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রিপন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম মাসুদ রানা, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, বগুড়া জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply