আশিকুর রহমান,কলমাকান্দা প্রতিনিধিঃ
নেএকোনা জেলার কলমাকান্দার নাজিরপুর বাজার এর পন্য সামগ্রী জমার পরিমাণ আর ও একধাপ কমানো জন্য বাজারের কাঠ ব্যবসায়ী ও সকল স্তরের ক্রেতা বিক্রেতা সমন্বয় অনুরোধ।নেত্রকোনা–১(কলমাকান্দ দুর্গাপুর) সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী এর নির্দেশনায় ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুছ বাবুলের পরামর্শে এখন থেকে কাঠ মহালের কাঠ ও লট কেনা-বেচা,লাকড়ী ও স’মিলের জমা সম্পূর্ণ মওকুফ করা হলো।সেই সাথে ছাগল ও খাসী মহালের জমা শতকরা ৪ টাকার পরিবর্তে কমিয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।গরু মহালের জমা পূর্ব নির্ধারিত ৫০০/ টাকা বলবত আছে। অন্যান্য পন্য সামগ্রীর জমার পরিমাণ পূর্ব নির্ধারিত ২৫% থেকে কমানো জমা নির্ধারিত আছে।
Leave a Reply