এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ শ্রীমতি জলি রানী সাহা (৪৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ৬ জুন ভোরে পৌর শহরের অফিসার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শ্রীমতি জলি রানী সাহা ওই এলাকার মৃত নিখিল সাহার স্ত্রী।ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, তামিল, মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার জন্য অফিসার সঙ্গীয় ফোর্স সহ পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি, পার্শ্ববর্তী অফিসার পাড়া এলাকায় অন্তর কুমার সাহা নামে এক যুবকের ঘরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল রেখে মাদকসেবীদের কাছে বিক্রি করছে। তখন আমি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিতি হওয়া মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন সেখান থেকে কৌশলে পালানোর চেষ্টা করে। পরে অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করি। আটকের পর এক নারী কনেস্টবলকে দিয়ে তার দেহ তল্লাশির একপর্যায়ে তার দেখানো মতে ওই ঘর হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর জব্দ করি।
এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার বিশার স্ত্রী রেখা খাতুনের যোগসাজশে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে এসে এলাকার বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। পলাতক মাদক কারবারি রেখা খাতুনের নামে শেরপুর থানায় আগেরও মাদক মামলা রয়েছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেপ্তারকৃত ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শনিবার বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার দেওয়া তথ্য মতে অপর পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply