কলমে–মহ: মহসিন হাবিব
কে জুড়াবে আমার প্রাণের জ্বালা
আমি যে যন্ত্রনায় ফালা ফালা।
জীবন কষ্টে মরি আমি
সংসার এখন বদ্ধভূমি।
মায়ার ডোরে চাইনা রাখতে
মৃত্যুকে চাই আলিঙ্গন করতে।
আমার মৃত্যুর জন্য কে দায়ী
আমি? নাকি সমাজের দুপেয়ী…
যাদের তরে ভেবেছি কত শত
তাদের কাছে আমি পদদলিত।
সবার দুঃখের দিনে হতাম সাথী
আমার ব্যথায় নেই কেউ সমব্যথী।
কিসের তরে তবে এ মায়ার বন্ধন
অটুট সম্পর্কে চাই পুরোপুরি ছেদন।
আসে যদি আধারের অমানিশা
নাইবা পেলাম জীবনে কোন দিশা।
চলে যাব মাটির গভীর তলে
ভগ্ন বুক ভাসাবে চোখের জলে।
এই হোক মোর জীবনের শেষ নিয়তি
দু ফোঁটা নীরব জলে দিও মোরে প্রীতি।
Leave a Reply