এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী আক্তার টুম্পাকে উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুলকে ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়।
এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী আক্তার টুম্পা, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, জাহেদুল ইসলাম, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মী।
Leave a Reply