এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে সেলিনা খাতুন (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুলাই বৃহস্পতিবার সকালে থানা পুলিশ উপজেলার আটমূল ইউনিয়নের বড় বেলঘরিয়া গ্রাম থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেকে) মর্গে প্রেরণ করে।
নিহত কিশোরীর চাচা আব্দুর রশিদ জানান, সেলিনার বাবা আবুল হাসেম প্রধান ফজরের নামাজ পর তার মেয়েকে ডাকাডাকি করতে থাকে। মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে এবং ঘরের ভিতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে তার ছোট ছেলেকে টিনের চালের উপর দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করে দরাজ খুলে দিলে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখ পান। নিহত সেলিনা শয়ন কক্ষের বাঁশের তীরের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ও কিশোরীর মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, সেলিনা (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শজিমেকে প্রেরণ করা হয়েছে। তবে ওই কিশোরীর গলায় ফাঁসের চিহ্ন আছে।
Leave a Reply