শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ বারের সাবেক ইউপি সদস্য ও গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সড়ক সম্পাদক শ্রমিকনেতা শহিদুল ইসলাম সরকার। ৩ জুন বুধবার পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও রির্টানিং কর্মকর্তা হাবিবুর রহমানের নিকট চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সরকার। এসময় তার বড় ভাই দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রানা সরকারসহ নির্বাচনী সমর্থক, প্রস্তাবক, ও কর্মীগণ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে চেয়ারম্যান প্রার্থী হিসাবে শ্রমিকনেতা শহিদুল ইসলাম সরকার নির্বাচনে সম্মানিত ভোটার ও উপজেলাবাসীর নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, আপিল দায়ের ৬ জুলাই থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই। প্রতীক বরাদ্দ ১১ জুলাই বৃহস্পতিবার। নির্বাচনে মহদীপুর ইউনিয়নের ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৩’শ ৫০ জন। এর মধ্যে নারী ভোটার ১৫ হাজার ১১ জন ও পুরুষ ভোটার ১৪ হাজার ৩’শ ৩৯ জন।#
Leave a Reply