কলমে– মিনতি গোস্বামী
সেদিন কলকাতায় অনুষ্ঠান করে হাওড়ায় ফিরতে দেরি হোলো।অবশেষে সন্ধ্যে সাড়ে ছ’টার লোকাল ধরলাম। লেডিস কম্পার্টমেন্টে কিছু মহিলা উঠেছিল। কিন্তু চন্দনপুর আসতেই কম্পার্টমেন্ট পুরো ফাঁকা। মনে মনে ভয় পাচ্ছিলাম। সামনের দিকে এগিয়ে যাবো? কিন্তু ট্রেন ছাড়ার সময়ই একজন মহিলা উঠলো কিছু লজেন্স নিয়ে। আমি ডাকলাম কাছে। লজেন্স কিনে ভয়ের কথা বললাম। মহিলা হেসে বললো, ” ভয় নেই। আমি আর অন্য কামরায় যাবোনা। আশ্বস্ত হয়ে গল্প জুড়লাম।” তুমি এই বয়সে এত রাত পর্যন্ত বিক্রি করছো? ”
‘ স্বামী বেচতো। তার যক্ষ্মা হয়েছে। জোয়ান দুটো ছেলে খেতে দেয় না। তাই বেরোই।’
” কত টাকা হয়। ” পঞ্চাশ, একশো। ভিক্ষা তো করতে পারবো না।’দেখলাম জেদ কাকে বলে।
Leave a Reply