মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের টঙ্গী কেরানীটেক এলাকার মাদক ব্যবসায়ী রুনা, কারিমা ও তাদের পরিবারের বিরুদ্ধে গত ২৯/০৬/২০২৪ইং তারিখে দৈনিক দেশেরপত্র সহ বেশ কয়েকটি অনলাইন ও ।প্রিন্ট পত্রিকায় ( টঙ্গীর কেরানীটেক মাদক কারবারি রুনা কারিমার খুটির জোর কোথায়) শিরোনামে মাদক নিয়ে সংবাদ প্রকাশ করায়, কারিমা ও রুনার ভাই মনির হোসেন ২৯শে জুন ২০২৪ আনুমানিক রাত ১০.৫০ ঘটিকায় মোবাইল ফোনে ফোন দিয়ে দৈনিক দেশের পত্রের প্রতিনিধি, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ কে হুমকি প্রদান করে টঙ্গীতে কি ভাবে সাংবাদিকতা করবে তা দেখে নেওয়ার ও প্রাণনাশের হুমকি দেন।
হুমকির বিষয়ে নিরাপত্তা চেয়ে রুনা কারিমা সহ মনির হোসেনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক নুরুজ্জামান।এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক, মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলো তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হুমকিদাতাদের ও মাদক ব্যবসায়ী জড়িতদের অতিসত্বর আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সংগঠনগুলো।
Leave a Reply