কলমে–মিনতি গোস্বামী
মাঠ থেকে এসে শিবু ঘোষ খাওয়া-দাওয়া করে বাইরের গাছতলায় একটু জিরোতে যায়।একটু পরেই একটা কাগজ হাতে এসে উঠোনে চিৎকার করতে থাকে। ” এ রাধা কোথা গেলি?দেখ কি হয়েছে। ছেলেদের পন্ডিত করবি, বিকেল থেকে সিরিয়াল দেখবি? ঝাঁটা মারি লেখাপড়ার কপালে, ঝাঁটা মারি টিভিতে। সব বন্ধ, সব বন্ধ। অন্ধকারে থাকবি। বাপের জমিদারি নেই যে বেচে ইলেকট্রিকের বিল দেবো! দেখ, চোখে চেয়ে দেখ।তিন হাজার টাকার বিলে এয়েচে। “‘ আমি কি করবো ?
ইলিকট্রিকের দাম বাড়িয়েছে তাই। আমার কি দোষ?'” আমি ওসব কিচু জানি না। দুগ্গাতলায় সন্ধে থেকে সারারাত সোলারে আলো জ্বলে। ওখানে পড়তে পাটাবি, না হলে পড়া বন্দ। আর টিভি মাচায় তুলে দেবো।
Leave a Reply