রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একই সাথে পিতাও পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া লালমসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।নিহত পিতা-পুত্র হলেন, মৃত দেলদার হোসেনের পুত্র আবু তাহের (৫০) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।বিষয়টি নিশ্চিত করেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা। দলদলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার শাহজালাল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে পিতা-পুত্র একই সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান।
সরেজমিনে গিয়ে জানাযায়, রবিবার সন্ধ্যা ৭ টায় ছেলে রাসেল মিয়া তার নতুন ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এসময় অসাবধানতা বসত: বিদ্যুতের তারে জরিয়ে যায়। পুত্রকে বাঁচাতে পিতা এগিয়ে এলে পিতা-পুত্র একই সাথে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যান। স্হানীয়রা এসে দুজনের মরদেহ উদ্ধার করে। আবু তাহের পেশায় একজন দিনমজুর এবং তার ছেলে রাসেল মিয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ২ জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply