মিলন বৈদ্য শুভ,রাউজান প্রতিনিধিঃ
উপজেলার ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরী চিকিৎসা কাজে ভারতে গমন করছেন। তার স্থলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে পালন করছেন প্যানেল চেয়ারম্যান -১ তৌহিদুল আনোয়ার বাবুল। রাউজানের সংসদ সংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরীর পরামর্শে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সাথে এমপি মহোদয়ের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সর্বজনীন পেনশন স্কীম বৃদ্ধিকরণ ও ধূমপান মুক্ত এলাকাগঠন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সবুজ মেম্বার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জিয়া, এমদাদ হোসেন বাবর আব্দুল হাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply