কলমে-তীর্থঙ্কর সুমিত
সবুজ কত সবুজ
প্রতিদিন ই হারিয়ে যাই
সবুজের দিকে
ঠিকানাটা এখনও রপ্ত করিনি
হয়ত সবুজ ই আমার ঠিকানা
ফেলে আসা অতীতের
হারানো স্মৃতি
আমায় বিস্মিত করেনা
অথবা ভবিষ্যতের ভাবনায়
আমি হারিয়ে যাইনা …
তাই সবুজের পথে আমি নিজেকে সঁপে দিয়েছি বহুবার ।
Leave a Reply