আশানুর রহমান আশা,বেনাপোল স্যবাদদাতাঃ
স্থল বন্দর বেনাপোল চেকপোষ্ট সংলগ্ন শতবর্ষী দুটি রেন্ট্রি গাছের শুকনা ডালপালা সামান্য বাতাসে যে কোন মূহূর্তে ভেঙে পড়তে পারে।ফলে ভারত বাংলাদেশে শত শত পাসপোর্ট যাতায়াতকারী যাত্রীদের ক্ষতি হতে পারে, এমন কি প্রানহানীে আশংকা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল, ইমিগ্রেশন, বন্দর ও কাষ্টমস কর্মকর্তা বৃন্দ।
এ পথ দিয়ে প্রতিদিন ৪/৫ হাজার পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশ যাতায়াত করছে। প্রতিনিয়ত তারা ওই শুকনা ডালপালা গাছের নিচ দিয়ে আতংকের মধ্যে যাতায়াত করছে। ইমিগ্রেশানের কাজ সমপন্ন করার কারনে এসব যাত্রীদের ইমিগ্রেশানে অভন্তরে অনেক সময় দাড়িয়ে থাকতে হয়। যার কারনে যে কোন মুর্হতে ওই শুকনা ডালপালা ভেঙে প্রানহানীর ঘটনা ঘটতে পারে।আর এই দাড়িয়ে শতবর্ষী এই রেন্ট্রি গাছের শুকনা ডালপালা ছাটাই করার জন্য চেকপোষ্ট ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান,এ সব শুকনা ডালপালা কাটার জন্য কাষ্টমস কমিশনার, বন্দর কর্তপক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে।যার স্বারক নং – ১৯৭-।এবং জিডিও করা হয়েছে।যার নং ৫৯৩ ইং ২৩/৪ /২৪।
Leave a Reply