আল আমীন,নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৯ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ২ টা ৪৫ মিনিটের দিকে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ভারতীয় মদ সহ গ্রেপ্তারকৃত আসামি হলো নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকার মোঃ মোতালেব হোসেন (৪৫) পিতা আঃ করিম, মোহাম্মদ আলী (৩৫) পিতা মোঃ বছু মিয়া।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চুড়া এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত (২ টা ৪৫ মিনিটের) দিকে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় ৭৯ বোতল ভারতীয় মদ (ম্যাজিক মোমেন্ট ৭৫০ এমএল ৩৫ বোতল ও ৩৭৫ এমএল ৪৪ বোতল সহ মোতালেব ও মোহাম্মদ আলী কে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, বলেন গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply