মজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
কালীগঞ্জের উলুখোলা বাজারে দুই মিস্টি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ মিস্টার তৈরি ও রং মেশানোর অভিযোগ থাকায় ৭ হাজার টাকা জরিমান আদায় করা হয়। আজ (২৭ জু ২০২৪) দুপুরে নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে লাভলী ও অঞ্জলি মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করা হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি সহকারী কমিশনার (ভূমি) মিষ্টি দোকানের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয় ও রং এবং ভেজাল থাকায় দায়ে অঞ্জলি মিষ্টান্ন ভান্ডারের মালিক জ্ঞানেন্দ্র চন্দ্র মল্লিককে ৫ হাজার ও লাভলী মিষ্টান্ন ভান্ডারকে এর মালিক রবীন্দ্র চন্দ্র মল্লিককে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, এরা দুই ভাই অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে রং মিশিয়ে বাজারে এনে বিক্রয় করে প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন।স্থানীয়দের অভিযোগ, এলাকার জন সাধারণ তাদের দোকান থেকে রং মিশানো ক্রয়কৃত মিষ্টি ভালো না থাকায় প্রায় তাদের দোকানে ফেরত নিয়ে আসে।
Leave a Reply