রাউজান প্রতিনিধিঃ
অন্যের জায়গায় নির্মিত সখের পাকা ভবন ভেঙ্গে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন আদালত। ৪৮বছর পর আইনি লড়াই শেষে অবৈধ দখলদার থেকে প্রকৃত মালিকের উত্তরসূরী কাজী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নিকট ফিরিয়ে দেওয়া হল ৯০০ বর্গফুটের। সম্প্রতি বাদীগনের যোগ্য উত্তরসূরী কাজী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান আদালতের নির্দেশনায় ঢাক ঢোল পিটিয়ে লাল পতাকা চিহ্নিত করে ৯০০ বর্গফুটের জায়গা উদ্ধার ও পরবর্তী অবৈধভাবে নির্মিত ভবনের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জজ রাউজান চট্টগ্রামের পক্ষে (ভারপ্রাপ্ত) নাজির রাজু বৈদ্য জারী কারক মোহাম্মদ উজ্জ্বল মিয়া সার্ভে কমিশনার এডভোকেট এডভোকেট মোহাম্মদ সোহেল রাউজান থানার এস আই কিশোর কুমার দে। এছাড়াও এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জানা যায়, দীর্ঘদিন আইনি লড়াই কালে বাদীর মৃত্যু হয়। তবে ৪৮বছর পর বাদীর দাবিকৃত জায়গা ফিরে পান প্রকৃত মালিকের উত্তরসূরীরা। তথ্যমতে জানা যায় কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সমাজের কাজী বাড়ির একটি জমি দখল বেদখল নিয়ে ১৯৭৫ সালে মামলা করা হয়। স্থানীয় মৃত কবির আহমেদ সহ তার ভাইবোনদের খতিয়ানভূক্ত কিছু জায়গা বিবাদী দুদু মিয়াসহ অন্যরা অন্যায়ভাবে দখলে নিয়ে গেলে জায়গা উদ্ধারে তৎকালীন মুন্সেফী কোর্টে স্বত্ব সাব্যস্ত মামলা করেন কবির আহমেদসহ তার ভাইয়েরা ১৯৭৯ সালে স্থায়ী নিষেধাজ্ঞাসহ মামালাটিতে জয়ী হন বাদী পক্ষ তবে মানবিক দিক বিবেচনা করে রান্না ঘরের জন্য ১২০বর্গফুট বিবাদীগনকে ছেড়ে দেওয়া হয়। একই সালে চট্টগ্রাম জেলা জজ আদালতে আপিল করে বসেন দখলদার বিবাদীগন। এতে পরাজিত হয় তারা। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ (চট্টগ্রাম বেঞ্চে) ১৯৮৩ সাল ও ১৯৯০ সালে সর্বোচ্চ আদালত হাইকোর্টে আপিল করে আবারও পরাজিত হন বিবাদীগন।
পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করে মানবিক বিবেচনায় দেওয়া রান্না ঘরের ১২০ বর্গফুট সহ দখলে নেন ৯০০ বর্গফুট জায়গা এবং নির্মাণ করেন সীমানা প্রাচীর। এতে পুনরায় নিয়ম অনুযায়ী নিন্ম আদালতে বাদীপক্ষ মিস মামলা দায়ের করলে আদালত কমিশন নিয়োগ করেন এবং আদালতের আইন অমান্য করায় বিবাদীগনকে ৪২ দিনের সাজা প্রদান করে জায়গা প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে নির্দেশ দেন। পরে শাস্তি মওকূপের জন্য বিবাদীগন হাইকোর্টে আপিল করার বিষয়সহ বিভিন্ন আইনি জটিলতার অবসান ঘটিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা পূর্বক জায়গার প্রকৃত মালিককের উত্তরসূরীর নিকট দখলসহ বুঝিয়ে দেন আদালত।
Leave a Reply