নিরেন দাস,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (২৬জুন) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে তুলশী গঙ্গা নদীর ধারে বনজ-ফলজ ও ঔষধি অর্জুন, আকাশ মুনি, কৃষ্ণচুড়া, মেহগনি, জারুল, আমলকী, হরিতকি, বহেরা এবং আমসহ বিভিন্ন প্রজাতির ২০০ টি বৃক্ষ রোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।বৃক্ষরোপণ কালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী বলেন, ‘বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপপ্রবাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিজগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং প্রাচীন সংগঠন। বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই সংগঠনটি।
Leave a Reply