কলমে– মিনতি গোস্বামী
শীলা ম্যাম নামটা তাদের খুব পরিচিত, যাদের বাচ্চারা রোজ গার্ডেন স্কুলে পড়েছিলো। বাচ্চারা স্কুল ছেড়ে অন্য স্কুলে গেছে, সময়ের সাথে সাথে অন্য ম্যামদের মুখ ভুলে গেছে, কিন্তু শীলা ম্যামকে স্টুডেন্টরা ভুলতে পারেনি, পারে নি অভিভাবকরাও।শীলা ম্যাম ছিল একদম অন্যরকম। দুষ্টু বাচ্চাকে ভালো করা শীলা ম্যামের কাছে চ্যালেঞ্জ ছিলো।দুষ্টুমি করলে অন্য ম্যামেরা বাচ্চাদের বকে, ভয় দেখায়। কিন্তু শীলা ম্যাম অন্য কায়দায় তাদের ট্রিট করতো । প্রেয়ার লাইনে কোন বাচ্চা হয়ত দুষ্টুমি করছে, তার কাছে গিয়ে কানে কানে বলতো,
” তুম গুড বয় নেহি হোগা, চকলেট নেহি চাহিয়ে। ”
সে তখন বড় বড় চোখ করে তাকাতো। শীলা ম্যাম সবার আড়ালে তাকে চকলেট দিতো। ক্লাসে হয়তো কেউ কারো চুল টানছে, শীলা ম্যাম তাকে টেবিলের কাছে ডেকে কানে কানে বলতো, ” চকোলেট না বেলুন? শুধু তোকেই দেবো। ”
” বেলুন” বলে ছেলেটি চুপচাপ গিয়ে বসে পড়তো।
অন্যের ব্যাগ ঠেলে ফেলে দিলে, ইশারায় কাছে ডেকে কানে কানে বলতো, ” আজ শুধু তোর খাতায় ব্যাড লিখবো? সবাইতো গুড বয়। ”
সে তাড়াতাড়ি বলতো,’ না ম্যাম, আমিও গুড হবো।আসলে শীলা ম্যাম অপরাধ করলে কোন ছাত্র-ছাত্রীকে অন্যদের সামনে ছোট করতো না। তার খারাপ কাজকে অন্যদের চোখে তুলে ধরার ও সুযোগ দিতো না। শিক্ষকের কাছে এই কাজটা খুব চ্যালেঞ্জিং। আর শীলা ম্যাম এটাই পারতো। তাই শিলা ম্যামের কাছে যারা এসেছে, তারা সবাই এক একটি খাঁটি হীরে হয়েছে।
Leave a Reply