হৃদয়,শ্রীপুর প্রতিনিধিঃ
ওরা এনেছিলো স্বাধীনতা,
দিয়েছে মোদের মানচিত্র ও পতাকা।
আমরা তাদের পরবর্তী প্রজন্ম,
রক্ত দানে বাঁচাবো মানবতা।
পরিশ্রমী স্বেচ্ছাসেবী মানবিক কর্মী।প্রিয় আইয়ান আহাম্মেদ রোমান ভাইয়ের প্রথম বার লাল ভালোবাসা উপহার দিল।আল্লাহ রব্বুল আল-আমীন আপনাকে উত্তম নিয়ামত দান করুক এবং আমৃত্যু মানবতার সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুক।
Leave a Reply