মুজিবুর রহমান,কালিগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের (বাবুর হাট) বক্তারপুরের গৃহায়ণ প্রকল্পে গাঁজাখোরদের উৎপাতে পালিয়েছে দুইপরিবার। সন্ধ্যা হলেই চলে গাঁজা সেবনের আড্ডা। সুবিধাভোগীদের অভিযোগে জানা যায় আশ্রায়ণ প্রকল্পে বাদল ফরিদ ও জুয়েলের অত্যাচার অতিষ্ঠ হয়ে আশ্রয় প্রকল্পের দশটি পরিবার নিরাপত্তাহীনতায় বসবাস করছে। প্রকল্পে ২০টি ঘর থাকলেও দশটি খালি রয়েছে।স্থানীয়রা জানায়, গতকাল শনিবার (২৪ জুন) প্রকল্পের জামিরুন নামে এক মহিলার স্বামী কাজল মিয়া অন্যত্র কাজ করায় সে একা ঘরে অবস্থান করে। সে সুবাদে প্রায় রাত আনুমানিক ১১ টার দিকে মাদক বিক্রেতা বাদল ফরিদ জুয়েল ওই মহিলা ঘরের কড়া নাড়ে। এ সময় ওই মহিলা চিৎকার দিলে।প্রতিবেশী শাহজাহান ও তার স্ত্রী, রাজ্জাক ও তার স্ত্রীসহ এসে পাশের ঘরের শফিককে জিজ্ঞাসা করে, মহিলাটা একা বাড়িতে থাকে কেন তার দরজার করানাড়া হলো।ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার বক্তার পুর বাবুর বাড়ি আশ্রায়ন প্রকলা ইতিপূর্বে এক স্বামী পরিত্যাক্ত খৃস্টান নারী রুপালীকে প্রতিনিয়ত গভীর রাতে তার ঘাড়ে গিয়ে বিয়েসহ নানা কু প্রস্তাব দেয়। অবশেষে মহিলাটি ঘড় ছেড়ে পালিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে গিয়ে থাকছে। আরো এক নারী জোসনা বাদলগং এর অত্যাচের অতিষ্ঠ হয়ে পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে যায়।
সম্প্রতি আশ্রায়ণ প্রকল্পের ভেতরে কাঠ মিস্ত্রী ও কামারের ঘরের মাঝখানে মাদক সেবনের জন্য একটি ঝুপরি ঘর স্থাপন করেছে। প্রতিরাতে ওই ঝুপড়িতে চলছে মাদক সেবনের আড্ডা। বাদল গং বসবাসরতদের হুমকি দিয়ে বলতে শোনা যাচ্ছে, খৃস্টান মহিলাকে তাড়িয়েছি একজনকে পাগল বানিয়েছি যদি কেহ প্রসাশন বা পুলিশকে খবর দেয় তাহলে তাকে হত্যার করবো বলেও ভয় দেখায়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু বলেন, বিষয়টি থানা পুলিশকে অবগত করতে পরামর্শ দেন।কালীগঞ্জ থানার উপপরিদর্শক এস আই মামুনকে অবগত করে তিনি ওই এলাকার বিট অফিসার এস আই জামিরুলকে ব্যবস্থা নেয়ার কথা বললেন। কিন্তু বিকেলের সংবাদে জানা আইন শৃঙ্খলা বাহিনীর কেও ঘটনাস্থলে না যাওয়ায় সন্ত্রাসীরা আরোও ভয়ংকর হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবী যথাশীঘ্র কঠোর ব্যাবস্থা না নিলে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদানের হুমকি দেন।
Leave a Reply