কলমে-তীর্থঙ্কর সুমিত
একদিন হয়তো ঠিক ফিরে আসবো
তারপর কথা নিয়ে আলোচনা হবে
সারা দুপুর সারা রাত
চড়াই উতরাই ভেঙে ভেঙে কাব্য লিখবো
কথাদের বদলাতে বলবো প্রতিদিন
পলকের পাপড়ি রোজ জ্বলবে
ক্রমশ বসন্তের ক্ষেতে
উঁকি দেবে ভরা চাঁদ
জোৎস্না ভরা রাতে তারাদের আসা যাওয়া
আমায় পাখিদের কথা বলো।
Leave a Reply