নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৩ জুন (রোববার) দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে সংগঠনটি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে।বেলা এগারোটায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন।
শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের আলমপুর, সিরাজগঞ্জ-কাজিপুর রোড হয়ে উপজেলা চত্বরে স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং উপজেলা দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। চরাঞ্চল ও সমতলভূমির বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতারা।
Leave a Reply