এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শেরপুর সরকারি ডিজে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (২৩ই জুন) বিকালে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুমন জিহাদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।তালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জয়নুল আবদিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব মুনসি সাইফুল বাড়ি ডাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও সাংবাদিক মোঃ রাশেদুল হক, আইয়ুব আলী,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা বাবন সহ শেরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উক্ত খেলায় বালক বিভাগে ঝাজর বিলনোথার সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জামুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে চক খানপুর প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
Leave a Reply