এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মথুরাপুর হাটের জায়গা ও সরকারি রাস্তা দখল করে আধা পাকা দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী সহ সাধারন মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিক্ষুব্ধরা ঐক্যবদ্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।মথুরাপুর বাজার বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, মথুরাপুর হাটের ইজারাদার এস,এম মাসুদ রানা স্থানীয় কিছু লোকজনের নিকট থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে ৯৯ বছরের লীজ দেওয়ার নামে হাটের সরকারি জায়গা ও সরকারি রাস্তা দখল করে আধা পাকা দোকান ঘর নির্মাণ শুরু করেছে। এতে হাটের জায়গা সংকুচিত হওয়া সহ জন সাধারণের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় এলাকার শতাধিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে অবৈধ দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। সভা শেষে গণস্বাক্ষর দিয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দিয়েছেন।
ইজারাদার মাসুদ রানা বলেন, আমি সরকারী অনুমোদন নিয়ে হাটের জায়গায় দোকান ঘর নির্মান কাজ শুরু করেছি। অতীতে যারা ইজারাদার ছিল তারা প্রায় ৩ শতাধিক অবৈধ নির্মান করেছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান জানান, মথুরাপুর হাটের জায়গায় দুটি দোকান ঘর নির্মানের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাহিরে দোকান ঘর নির্মাণের কোন সুযোগই নেয়। যারা আন্দোলনে নেমেছেন তারা না বুঝে আন্দোলন করছেন। সোমবার সরেজমিনে তদন্ত করে অবৈধ ভাবে কোন স্থাপনা নির্মাণ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply