শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৩ জুন রোববার সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়। পরে র্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান,মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি আনোয়ারুল আজিম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বাদশা, নির্মল মিত্র, মহিউজ্জামান খোকন, শেখ শামছুজ্জোহা হিটু, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিতসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।
Leave a Reply