এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় তুচ্ছ ঘটনায় ড্রেনের কাদায় মাথা চুবিয়ে ইউনুস আলীকে হত্যা। শনিবার (২২ই জুন) রাত আনুমানিক ৯টায় বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী স্কুল পাড়ার পিতা মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ইউনুস আলী (৬৩)৷
নিহতের ছেলে গোলাম রসুল বলেন, গত বৃহস্পতিবার আমার বড় ভাই শাহীনের সাথে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর সাথে রাস্তায় ধাক্কা লাগে। ওহাব আলীর স্ত্রী গায়ে হাত দেওয়ার কথা তার পরিবারকে জানায়৷ উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিকালে ওহাব আলীসহ আরও কয়েকজন মিলে আমার বড় ভাই শাহীনকে মারধর করে। সন্ধ্যায় আমি ও আমার বাবা ইউনুস আলী এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে সবাই মিলে আকড়ে ধরে রাখে। আমার বাবাকেও তারা মারধর করে ও ড্রেনের কাদার ভিতরে মাথা চুবিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত ওহাব আলীসহ তার পরিবারের সবাই পালিয়ে গেছেন।নিহত ব্যক্তির লাশ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
Leave a Reply