শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধারনপলাশবাড়ী পৌর শহরের হিরোইন পল্লীখ্যাত রাইগ্রামের মাদকের আখড়া গুড়িয়ে দিয়েছেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ। তিনি ২১ জুন স্ব-শরীরে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় টিন দিয়ে ঘেরা পরিত্যক্ত কবরস্থানের বাঁশ ঝাড়ের মাঝে গড়ে তোলা মাদকের আস্তানা ভেঙ্গে দেন। এসময় তিনজন মাদকসেবী কাউন্সিলরকে দেখে পালিয়ে যান। তথ্যানুসন্ধানে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের রাইগ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার গড়ে তোলেন বিশাল এই হিরোইন পল্লী। তিনি মারা যাওয়ার পর তার দুই স্ত্রী ও ছেলে-মেয়েরা এই বিশাল মাদকের আস্তানা ও হিরোইন পল্লী চালাতেন। এখানে যৌথবাহিনী, র্যাব, পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে মামলা দিলেও এরা জেল থেকে বের হয়ে এসে পুনরায় এই মাদকের আস্তানা চালাতেন। এদের সকলের বিরুদ্ধে মামলাও রয়েছে একাধিক। এসব দেখতে দেখতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে কাউন্সিলরের ম্মরণাপূন্ন হন। কাউন্সিলর ও প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদও এই মাদক আস্তানা বেশ কয়েকবার ভেঙ্গে দেন। এরপর শেষ ২১ জুন এ তিনি আবার এই আস্তায়নায় হানা দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তা গুড়িয়ে দেন। এতে করে সুশীল সমাজসহ এলাকাবাসী তাকে সাধুবাদ জানান। এসময় কাউন্সিলর ও প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ জানান, আমার এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আমি আমার ওয়ার্ডে মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করছি। আমি আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করব ইনশাআল্লাহ। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply