মনির হোসেন,দোহার প্রতিনিধিঃ
ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন কলেজছাত্র, অন্যজন সাবেক ইউপি সদস্য। দুর্ঘটনায় পথচারীসহ আহত হয়েছেন আরও ৫জন।নিহতরা হলেন- দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের বাসিন্দা শেখ আবদুর রহমান (৬৭) এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন (২৫)। শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে সিএনজিতে পাঁচজন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন এক চালক। নবাবগঞ্জ ও খারসুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচরে যায় সিএনজি। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শেখ আবদুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত এক কলেজছাত্রীসহ আরও পাঁচজনকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকার হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় বাসটিকে আটক করে পুলিশ।
Leave a Reply