কলমে–তীর্থঙ্কর সুমিত
না হয় মুহূর্তে বাঁচুক সময়
তুমি বদলে যাও প্রতিটা অক্ষরে
যেমনভাবে এসেছিলো চাঁদ…
তারায় মিশে গিয়ে নতুন থেকে চিরনতুন
কিছু কথা মিথ্যে হলেও বড়ো আপন মনে হয়
ঝুলি ভরা শব্দ আর ঠাকুমার বেঁচে থাকার গান
এখন মঞ্চে মঞ্চে _____
একটা সকালের প্রয়োজন।।।
Leave a Reply