শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারী মানববাধিকার বিষয়ক সংস্থা আর্টিকেল নাইনটিন এর এশিয়া মহাদেশ বিষয়ক কো-অর্ডিনেটর মরিয়ম শ্যালীর সাথে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদাউস মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান সবুজ, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন, কার্যকারী সদস্য ফজলার রহমান, সদস্য মতিন মোহাম্মাদ, ওমর ফারুক, লিমন মিয়া ছাড়াও সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি সাংবাদিকদের দুঃখ-দুর্দশার কথা শোনেন, মামলার অগ্রগতি বিষয়ে কথা বলেন এবং সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ মতবিনিময় অনুষ্ঠান শেষে সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্য রওনা করেন।
Leave a Reply