আল আমীন,নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে সাতশত গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে চারটার দিকে নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের গোবিন্দ কালিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাজাসহ গ্রেপ্তারকৃত আসামি হলো নালিতাবাড়ী উপজেলার গোবিন্দ কালিনগর এলাকার মৃত আঃ হাকিমের ছেলে আল আমীন (২৪) বাঘবের চড়পাড়া এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে আজিজুর রহমান (কালু) (৬৫),জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের গোবিন্দ কালিনগর এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে (৪.৩০) মিটিটের দিকে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় ৭০০ গ্রাম গাজাসহ আল আমীন ও আজিজুর রহমান (কালু) কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, বলেন গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply