মনির হোসেন,দোহার প্রতিনিধিঃ
ঢাকার দোহারে নয়ন বেপারী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন উপজেলার বটিয়া গ্রামের মো. জয়নাল বেপারীর ছেলে। শুক্রবার (২১) জুন সকালে দোহার পৌর এলাকার বটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের মা রাহিমা বেগম জানান, সকাল ৬টার দিকে আমি দেখতে পাই ঘরের আরার সাথে আমার ছেলে নয়ন মাফলার পেঁচিয়ে ঝুলে আছে। পরে আমার চিৎকারে স্থানীরা এগিয়ে এসে নয়নের লাশ নামিয়ে আনে। আমার ছেলে কোন নেশা করতো না, কিছুদিন আগে ছেলের বউ অন্য লোকের সাথে চলে গেছে।
সেই কষ্টেই আমার ছেলে আতœহত্যা করেছে।এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply