কলমে–মিনতি গোস্বামী
রাত এগারোটায় খেতে বসে
তনিমা। ফোনটা বেজে উঠলে খেতে খেতেই শ্বেতার ফোনটা ধরে।
” কি রে, কি মনে করে? ”
” জরুরী কথা। দেখ কৌস্তভের সঙ্গে আমার আর থাকা হবে না। আমি ডিভোর্স চাই। কোন উকিল চেনা আছে?”
” অভিমান”!
” ধুর, ওর উপর অভিমান? অভদ্র, ইতর। সাতদিন আমার হাতে খায় না। কথাও নেই। ”
” সব ঠিক হয়ে যাবে। তুই নিজে কথা বলেছিস? ”
” না, ঝগড়া ও শুরু করেছিলো। ”
” কি নিয়ে ঝগড়া? ”
” বেড়ানো। পুজোয় আমি উত্তর বলতেই, ও বললো দক্ষিণ। ”
” তৃতীয় ব্যক্তি চাই। তোর শাশুড়ি তোকে খুব ভালোবাসে বলিস। নিয়ে আয়, আজ রাখি। ”
পনেরো দিন পর শ্বেতা ফোনে জানায়, ” তনিমা তুই ঠিক। শাশুড়িমা আসাতে সব মিটে গেছে। “
Leave a Reply