মুজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
এশিয়ান টেলিভিশন কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার দুপুরে কালীগঞ্জ এশিয়ান টিভি প্রতিনিধি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলার বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল আমিন দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টাস্ ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার, টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি এশিয়ান টিভি ও কালবেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দেশ রুপান্তরের মো: কাজী নোমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক লোকমান হোসেন পনির, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেনসহ অনেকে।এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে সন্ত্রসীদের আটক করে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। আরো বলেন, কালীগঞ্জসহ দেশের কোথাও সাংবাদিকদের উপর হামলা হলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সকল সাংবাদিককে একত্র হয়ে কাজ করার অনুরোধ জানান।
Leave a Reply