1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

বগুড়া শিবগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি সৈকত গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শিবগঞ্জের মোঃ তাজুল ইসলাম (৭২), পিতা- মৃতঃ তছিম উদ্দিন গ্রাম আঁচলাই দারার পাড়, মোঃ সৈকত (২৩) পিতা- মোঃ সবুজ মিয়া গ্রাম চক ভোলাখা, থানা- শিবগঞ্জ বগুড়া এজাহারনামীয় আরও ৫ জন ও অজ্ঞাতনামা ৪-৫ জন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, বিবাদীগণের সাথে তার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ০১/০৫/২০২৪ তারিখ সকাল আনুমানিক সারে ১১টায়, চক-ভোলাখা গ্রামস্থ জনৈক ফজলার বাড়ির সামনে পৌছা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদীগণ হাতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে অভিযোগকারীর স্ত্রী এবং ছেলেকে মারপিট করে। পরবর্তীতে অভিযোগকারী তার স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রজু হয়। যার নং-১২ তারিখ- ০১/০৫/২০২৪ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭/ ৫০৬ পেনাল কোড ১৮৬০। চিকিৎসারত অবস্থায় অভিযোগকারীর স্ত্রী ফিরোজা মৃত্যুবরণ করলে ধারা- ৩০২ সংযোজন করা হয়। বর্ণিত মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ সৈকত (২৩) পিতা- মোঃ সবুজ মিয়া গ্রাম-চক-ভোলাখা, থানা- শিবগঞ্জ বগুড়া কে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প ও র‌্যাব ১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓