এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শিবগঞ্জের মোঃ তাজুল ইসলাম (৭২), পিতা- মৃতঃ তছিম উদ্দিন গ্রাম আঁচলাই দারার পাড়, মোঃ সৈকত (২৩) পিতা- মোঃ সবুজ মিয়া গ্রাম চক ভোলাখা, থানা- শিবগঞ্জ বগুড়া এজাহারনামীয় আরও ৫ জন ও অজ্ঞাতনামা ৪-৫ জন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, বিবাদীগণের সাথে তার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ০১/০৫/২০২৪ তারিখ সকাল আনুমানিক সারে ১১টায়, চক-ভোলাখা গ্রামস্থ জনৈক ফজলার বাড়ির সামনে পৌছা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদীগণ হাতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে অভিযোগকারীর স্ত্রী এবং ছেলেকে মারপিট করে। পরবর্তীতে অভিযোগকারী তার স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রজু হয়। যার নং-১২ তারিখ- ০১/০৫/২০২৪ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭/ ৫০৬ পেনাল কোড ১৮৬০। চিকিৎসারত অবস্থায় অভিযোগকারীর স্ত্রী ফিরোজা মৃত্যুবরণ করলে ধারা- ৩০২ সংযোজন করা হয়। বর্ণিত মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ সৈকত (২৩) পিতা- মোঃ সবুজ মিয়া গ্রাম-চক-ভোলাখা, থানা- শিবগঞ্জ বগুড়া কে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প ও র্যাব ১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হল।
Leave a Reply