এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় জোড়া খুনের মামলার আসামি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ ৫ কে গ্রেফতারের খবর পাওয়া গেছে। বগুড়া থানার নিশিন্দারা চকরপাড়া এলাকার দুদু শেখের স্ত্রী হেনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানা যায়, গত ১৭ জুন বিকাল আনুমানিক ৪ টায় নামাজগড় থেকে হাকিরমোড় গামী নির্মানাধীন রাস্তায় একটি প্রাইভেট কারের সঙ্গে হেনা বেগমের ছেলে শরিফ শেখের বন্ধু রুমনের মোটর সাইকেলের সাথে প্রাইভেট কারের ড্রাইভারের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। উক্ত সময় প্রাইভেট কারের ড্রাইভার রেজাউল, মোটর সাইকেল আরোহী রুমন ও তার বন্ধুদের দেখে নেওয়ার হুমকী দেয়। রুমন নিশিন্দারা এলাকার রফিকুলের ছেলে। ওই দিন দিবাগত রাত আনুমানিক ১২ টায় রুমন তার বন্ধু শরিফ শেখ কে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়। একই দিন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় গোলাগুলির শব্দ পেয়ে হেনা বেগমসহ আরো প্রতিবেশীরা বাড়ি হতে বাহির হয়ে দেখেন আসামী আজবিন রিফাতসহ ২৫ থেকে ৩০ জন লোক ধারালো অস্ত্র দ্বারা তার ছেলে শরিফ ও শরিফের বন্ধু রুমনকে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। আসামীগণের ধারালো অস্ত্রের কোপে শরিফ ও তার বন্ধু রুমন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে এবং তাদের আরেক বন্ধু হোসাইন ওরফে বুলেট (১৯) পালানোর চেষ্টা করলে আসামীদের ছোড়া গুলিতে পায়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। উক্ত স্থানে অনেকে গুলির শব্দ পেয়েছিলেন এবং ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় হেনা বেগমের অভিযোগের প্রেক্ষিতে মামলার এজাহারনামীয় প্রধান আসামী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (৬০) কে গ্রেফতার করে র্যাব-১২, সিপিএসসি। কবির আহম্মেদ মিঠু আটাপাড়ার গোয়ালগাড়ী এলাকার মৃত আকিল আহম্মেদর ছেলে।
Leave a Reply