শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী মহিলা কলেজের প্রভাষক রবিউল ইসলাম রুবেলের অকাল মৃত্যুতে বন্ধুদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব রোডের বিসমিল্লাহ মার্কেটের ২য় তলায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান রোজ, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিন আলম, মহিলা কলেজের প্রভাষক মাহমুদা বেগম, আওয়ামীলীগ নেতা শেখ শামসুজ্জোহা হিটু, যুবলীগ নেতা আবু মুসা প্রধান সুমন, আব্দুর রাজ্জাক, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টর্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম রুবেলের ভাই জুয়েল ও রাসেলসহ অনেকে। এ সময় রবিউল ইসলাম রুবেলের সহধর্মিণী, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে রবিউল ইসলাম রুবেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমান মাওলানা মোস্তাফিজার রহমান রাজা। সমস্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত।#
Leave a Reply