বিল্লাল হোসেন,শেরপুর থেকেঃ
শেরপুরের ঝিনাইগাতী গত তিন দিনের অভিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শতশত মানুষ। মহরশি নদীর ঢলের পানির তোড়ে দিঘীরপাড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দুপুরে মহারশি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ঝিনাইগাতী সদর বাজারে প্রবেশ করে । দীঘির পাড়, চতল, মাটিয়াপাড়া, কালিনগর, সুরিহাড়া , বালুরচর, কান্দুলী,দারিয়ারপাড়,বনগাঁও, হাতিবান্দাসহ প্রায় ২০টি গ্রামের শতশত মানুষ পানিবন্দি হয়ে পরেছে।
পাহাড়ি ঢলের পানির তোড়ে নিম্ন অঞ্চলের রাস্তাঘাট ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। উপজেলা চেয়াম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলও সহকারী কমিশনার (ভুমি) অনিন্দা রানী ভৌমিক দীঘিরপাড় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
Leave a Reply