কলমে– মিনতি গোস্বামী
বহুবছর পর গ্রামে গিয়ে দেখলাম, গোঁসাই পুকুরের পশ্চিম পাড়ে হাড়ি পাড়ায় নতুন রক্ষাকালীর মন্দির।কাকতালীয়ভাবে সেদিনই পূজো ছিল।ওদের আমন্ত্রণে রাতে গেলাম।হাড়িপাড়ার লোকেরা আমাদের মুনিশ ছিলো।রাতে চেয়ার পেতে বসতে দিলো। প্যান্ডেল, বক্স, লাইট, খিচুড়ি,এলাহি ব্যাপার। আমাদের পাটকরুনি সোরোর বৌমা বললো, ” পাড়ার ছেলেরা বেশ ক’বছর ধরে গ্রামে মাঠ পাহারা দিয়ে টাকা জমিয়ে মন্দির করেছে। মনসা ছাড়া আমাদের ঠাকুর নেই। জেনারেল কাস্টের মন্দিরে আমরা হাত লাগাতে পারি না। তাই এই মন্দির।
দেখলাম তারা নতুন শাড়ি পরে, সারাদিন উপোস করে কি সুন্দর পুজোর জোগাড় করছে। বুঝলাম,জাতপাতই মানুষকে ঈশ্বরমুখী করছে । ধর্মের জিগিরে তাই গ্রামে গ্রামে বিশাল বিশাল মন্দির প্রতিষ্ঠা হচ্ছে।
Leave a Reply