কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দায় স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার আয়োজন স্বপ্নপুরী মিনিবার ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে স্কুল প্রাঙ্গণে খেলার মাঠের দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।আজ ১৮- জুন ২০২৪ ইং রোজ- মঙ্গলবার বিকাল চার ঘটিকায় উপজেলার কৈলাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে রনসিংপুর গ্রামের হাজী আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আনসার ভিডিপি সদস্য মোঃ কায়েশ আহমেদ এর পরিচালনায় স্বপ্নপুরী মিনিবার ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর আয়োজন করেন। খেলাটি গত ছয় তারিখে আটটি দল নিয়ে শুরু হয়েছিল। বাছাই খেলার পর সর্বশেষ দুইটি দল রনসিংপুর শাপলা স্পোর্টিং ক্লাব ও সেহড়াউন্দ উইনস্টার ক্লাব এর ৫ জন করে খোলোয়ার এবং ১ জন অতিরিক্ত খেলোয়াড় অংশ গ্রহণ করেন। যারের বয়স ছিল সর্বোচ্চ ২০ বছর। খেলায় বিজয়ী লাভ করেন রনসিংপুর শাপলা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের সদস্যদের ট্রফি তুলে দেওয়া হয় ও মেডেল পড়িয়ে দেওয়া হয়।উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান , সাধারণত সম্পাদক সাইকুল ইসলাম সেকুল, হাজী আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শান্তু ও মুক্তিযোদ্ধা সুরুজ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ ছাড়াও সহকারী পরিচালক মোঃ শরিফ মিয়া ও মোঃ ঝলক মিয়া সহ ২০ জন ভলান্টিয়ার সদস্য খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন।খেলার এক পর্যায়ে স্থানীয় শিশু, কিশোর ও যুবকদের সাথে নিয়ে উক্ত স্কুল প্রাঙ্গণে খেলার মাঠের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।
Leave a Reply