কলমে–মুহাম্মদ শহীদুল্লাহ
গ্রীষ্ম দুপুর লাল নীল ফিকে রঙের ঝড়ো হাওয়ায়
চার দিক থমথমে, একাকিত্বের মাঝে
সমগ্র আকাশ জুড়ে তুমি দাঁড়িয়ে একা
ঠা ঠা রোদ্দুর আর বোশেখের গরম হাওয়ায়
গভীর শূন্যতা নিয়ে
পর্দা দোলে এ প্রান্ত থেকে ও প্রান্ত ।
দেওয়াল ঘড়ির নিস্তব্ধতা ভরা উদাসি হাওয়ায়
বিপন্ন কাকের পালক দোলে
নির্মীয়মান বহুতলে।
আমার দুপুর গড়ায়
মৃত মানুষের ফিসফাস কথাবার্তা
শুনতে শুনতে ।
মনেহয় উন্মুক্ত আকাশে যেন ঈশ্বর
কথা বলছেন দূরভাষে ।
Leave a Reply