মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বহুল আলোচিত মাদক কারবারি রেজাউল করিম নাদু (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। একইসঙ্গে তার কাছে থাকা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।শনিবার (১৫ জুন) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার মাদক কারবারি রেজাউল করিম নাদু ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় অবৈধ মাদক ১০০ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম নাদুকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply